i. নামঃ ২ নং সিংজুরী ইউনিয়ন পরিষদ, ঘিওর, মানিকগঞ্জ।
ii. ইউনিয়নের সীমানাঃ উত্তরে ধামশ্বর, উত্তর-পূর্বে তিল্লী, দক্ষিনে বালিয়াখোড়া, পূর্ব-দক্ষিনে গড়পাড়া,পশ্চিমে পয়লা এবং দক্ষিণ-পশ্চিমে ঘিওর ইউনিয়ন পরিষদ।
iii. স্থাপন কালঃ ১৯১০খ্রীঃ।
iv. যোগাযোগের মাধ্যমঃ জেলা/উপজেলা হইতে যোগাযোগ ব্যবস্থাঃ সড়ক পথে। ঘিওর উপজেলা হতে ৫ কিঃমিঃ উত্তর-পূর্বে অবস্থিত এবং জলপথে তরা কালীগঙ্গা ব্রীজ হতে ট্রলার যোগে।
v. আয়তনঃ ৯৬০একর অর্থাৎ ২০.০৭বর্গ কিঃ মিঃ।
vi. জনসংখ্যাঃ ২০৩৪৭জন[ ২০২২ সালের আদমশুমারী অনুযায়ী]
vii. গ্রাম সংখ্যাঃ ৩১ টি ।
viii. মৌজার সংখ্যাঃ ৩৮ টি।
ix. ওয়ার্ড সংখ্যাঃ ০৯ টি।
x. হাটের সংখ্যাঃ ৩ টি।
যথাঃ (ক) সিংজুরী হাট-মঙ্গলবার বসে।
(খ) বালিয়াবাধা হাট-সোমবার বসে।
(গ) বৈকুন্ঠপুর হাট
x. বাজারের সংখ্যাঃ ৫ টি
যথাঃ (ক) সিংজুরী বাজার (খ) বালিয়াবাধা বাজার (গ) আশাপুর বাজার
(ঘ) বেড়াডাঙ্গা বাজার (ঙ) বিলনালাই বাজার
xi. শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ
(ক) মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি।
(খ) নিম্নমাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি।
(গ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১২টি।
(ঘ) কিন্ডার গার্টেন- ০১ টি।
(ঙ) মাদ্রাসাঃ ০৩টি।
(চ) এতিম খানাঃ ০১টি।
xii. শিক্ষার হারঃ ৪৫.০%
xiii. ইউনিয়ন পরিষদ ভবনের সংখ্যাঃ ০২ টি।
xiv. ইউনিয়ন পরিষদের জনবলঃ
নির্বাচিত চেয়ারম্যানঃ ০১ জন।
নির্বাচিত পরিষদ সদস্যঃ ১২ জন।
ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১ জন।
তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যেক্তাঃ
(ক) নিয়মিতঃ ০২ জন।
(খ) প্যানেলঃ ০৪ জন।
গ্রাম পুলিশঃ ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস