Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

 

সিংজুরী ইউনিয়নে প্রবাহিত নদী ও খাল:

 


কালীগঙ্গাঃ এ নদীটি উত্তর-পূর্ব দিকে তিল্লি ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে সিংজুরী ইউনিয়নের বেড়াডাঙ্গা নামক গ্রামে এসে পড়েছে। এরপর বৈলতলা,বালিয়াবাধা,পূর্ব আশাপুর ও সর্বশেষ নকিববাড়ি গ্রাম হয়ে বানিয়াজুরী ইউনিয়নের কালীগঙ্গা ব্রিজ এর নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

 

খাল: সিংজুরী ইউনিয়নের খৈলসিন্দুর হতে দক্ষিণ নাটুয়াবাড়ি পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য পাকিস্থান শাসনামলে একটি খাল কাটা হয়েছে। এ খালটি খনন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন সাবেদ আলী মন্ডল। যার জন্য এ খালটিকে ছামুর খাল বলে লোকে ডাকে।