কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
উপজেলা পরিষদ কমপ্লেক্স
ঘিওর,মানিকগঞ্জ।
কর্মকর্তা/কর্মচারীঃ
ক্রমিক | নাম | পদবী | মোবাইল |
০১ | সুজিত কুমার বিশ্বাস | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা | ০১৭১৬৩২৭২২৫ |
কি সেবা কিভাবে পাবেনঃ
কি সেবা | কিভাবে পাবেন | মন্তব্য |
সঞ্চয় জমাদানের মাধ্যমে নিজস্ব মূলধন গঠন এবং ঋন প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
| আবেদনের প্রেক্ষিতে |
|
১। খানা জরিপ ২। দল গঠন ৩। সদস্য ভর্তি ৪। পুজি গঠন ৫। ঋন প্রদান : ঋন গ্রহনের ক্ষেত্রে নিম্ন লিখিত পদ্ধতি অনুসরন করতে হবে। ক) ছবিসহ ঋনের আবেদন পত্র । খ) জাতীয় আইডি কার্ড ও আইডি নাম্বার গ) ব্যক্তিগত মোবাইল নং- ঘ) দায়বদ্ধ রাখার একরারনামা । ঙ)ঋণ বিতরন ফরম। চ) পাওনা অঙ্গিকারপত্র ।
|
|
|
একটি বাড়ি একটি খামারঃগ্রামীন জনগনের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষে¨সরকারের নিজস্ব অর্থায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক ‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে লীড এজেন্সী হিসাবে বিআরডিবি কাজ করছেন। |
|
পদাবিকঃ ‘‘পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচি’’ (পদাবিক) গ্রামের বিত্তহীন জনগোষ্ঠী দারিদ্র বিমোচনের লক্ষে¨ আর্থসামজিক অবস্থার উন্নয়নের জন্য সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। |
|
সদাবিকঃ সম্বন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচি (সদাবিক) দারিদ্র বিমোচনের লক্ষে¨রাজস্ব বাজেট ভূক্ত এ কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড। পল্লী এলাকার বিত্তহীন জনগোষ্ঠীকে দলভূক্ত করে গুণগত মান উন্নয়ন প্রশিক্ষণ ও সঞ্চয় জমার মাধ্যমে আয়বর্ধন মূলক কর্মকান্ড ভিত্তিক ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দারিদ্র বিমোচন করা হয়। |
উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তার র্কার্যালয়
উপজেলা পরিষদ কমপ্লেক্স
ঘিওর, মানিকগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস