Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিআরডিবি

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

উপজেলা পরিষদ কমপ্লেক্স

ঘিওর,মানিকগঞ্জ।


 

কর্মকর্তা/কর্মচারীঃ

ক্রমিক

নাম

পদবী

মোবাইল

০১

সুজিত কুমার বিশ্বাস

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

০১৭১৬৩২৭২২৫

কি সেবা কিভাবে পাবেনঃ

কি সেবা

কিভাবে পাবেন

মন্তব্য

সঞ্চয় জমাদানের মাধ্যমে নিজস্ব মূলধন গঠন এবং ঋন প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

 

আবেদনের প্রেক্ষিতে

 

১। খানা জরিপ

২। দল গঠন

৩। সদস্য ভর্তি

৪। পুজি গঠন

৫। ঋন প্রদান : ঋন গ্রহনের ক্ষেত্রে নিম্ন লিখিত পদ্ধতি অনুসরন করতে হবে।

                   ক) ছবিসহ ঋনের আবেদন পত্র ।

                   খ) জাতীয় আইডি কার্ড ও আইডি নাম্বার 

                   গ) ব্যক্তিগত মোবাইল নং-

                   ঘ) দায়বদ্ধ রাখার একরারনামা ।

                   ঙ)ঋণ বিতরন ফরম।

                   চ) পাওনা অঙ্গিকারপত্র ।

 

 

 

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

একটি বাড়ি একটি খামারঃ

গ্রামীন জনগনের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষে¨সরকারের নিজস্ব অর্থায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক ‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে লীড এজেন্সী হিসাবে বিআরডিবি কাজ করছেন।

 

পদাবিকঃ

‘‘পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচি’’ (পদাবিক) গ্রামের বিত্তহীন জনগোষ্ঠী দারিদ্র বিমোচনের লক্ষে¨ আর্থসামজিক অবস্থার উন্নয়নের জন্য সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

 

সদাবিকঃ সম্বন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচি (সদাবিক) দারিদ্র বিমোচনের লক্ষে¨রাজস্ব বাজেট ভূক্ত এ কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড। পল্লী এলাকার বিত্তহীন জনগোষ্ঠীকে দলভূক্ত করে গুণগত মান উন্নয়ন প্রশিক্ষণ ও সঞ্চয় জমার মাধ্যমে আয়বর্ধন মূলক কর্মকান্ড ভিত্তিক ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দারিদ্র বিমোচন করা হয়।  

যোগাযোগ

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তার র্কার্যালয়

উপজেলা পরিষদ কমপ্লেক্স

ঘিওর, মানিকগঞ্জ।