সেবা সমূহ:
◊ কম্পিউটার প্রশিক্ষন
◊ ইন্টারনেট
◊ ফটোকপি
◊ বিদ্যুত বিল নেওয়া হয়।
◊ নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি করা হয়
◊ বিভিন্ন দেশের ভিসা চেক করা হয়।
◊ ছবি তোলা প্রিন্টিং
◊ কম্পিউটার কম্পোজ
◊ বিভিন্ন সমস্যার সমাধান
◊ বিভিন্ন পন্যের বাজারদর
◊ মাল্টিমিডিয়া সুবিধা
◊ দৃর্যোগ ব্যবস্থাপনা
∆প্রশিক্ষন :
দিন যায় বৃদ্ধি পায় জনসংখ্যা । জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিস্তার লাভ করে কর্মক্ষেত্র। বিভিন্ন বিষয়ে কাজ করার জন্য দরকার হয় নতুন নতুন বিষয়ের অভিজ্ঞতা। কাজের প্রয়োজনে সকল কাজ সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউআইএসসি সর্ব স্তরের জনগনের জন্য কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা করেছে।
∆ইন্টারনেট :
ইন্টারনেটের মাধ্যমে অল্প সময়ে সুলভে ছাত্র/ছাত্রীদের ভর্তি,রেজাল্ট, চাকুরী প্রার্থীদের চাকুরীর সুবিধা সহ, ব্যবসায়ীদের জন্য বিভিন্ন স্থানের পন্যের দাম এবং বিভিন্ন পেশা জীবিদের চিঠি আদান প্রদান, অল্প খরচে প্রবাসী/এদেশে অবস্থানরত লোকের সাথে ছবি দেখা এবং কথা বলা যাবে।
∆ফটোকপি: বিভিন্ন কাজগপত্রাদীর ফটোকপি করা।
∆ছবি তোলা ও প্রিন্টিং: বিভিন্ন প্রয়োজনে সকল স্তরের মানুষের ছবি তোলা ও প্রিন্ট করা হয়।
∆কম্পিউটার কম্পোজ: দলিল লেখন, বায়োডাটা,আবেদন ফরম সহ বিভিন্ন লেখনির কাজ কম্পোজ এবং প্রিন্টি করা হয়।
∆বিভিন্ন সমস্যার সমাধান: কৃষি,স্বাস্থ্য,জীবন/জিবিকা, বিভিন্ন বিষয় ভিত্তিক সমস্যার সমাধান করা হয়।
∆মাল্টিমিডিয়া সুবিধা: মাল্টি মিডিয়ার সাহায্যে বিভিন্ন প্রশিক্ষন, সামাজিক উন্নয়ন মূলক ভিডিও শো পরিচালনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস